“আমি যদি যাইগো মরে বিদেশের মাটিতে/ লাশটা আমার পৌঁছে দিয়ো মায়েরি কোলেতে” এক মাস না, এক বছর না, ছয়টা বছর প্রবাসে। কতই না স্বপ্ন ছিল কোমল এই মনটাতে,কতইনা আশা ছিল একদিন ফিরবে বাড়িতে। কিন্তু বাড়িতে ফিরেছে লাশ হয়ে। ছয় বছর আগে সে যখন বাড়ি থেকে বিদায় নিয়েছিল; সেতো কখনও ভাবেনি এই ছিল তার শেষ বিদায়! সেতো স্বপ্ন দেখেছিল স্বপ্নগুলো পূরণ করে কোন একদিন বাড়িতে ফিরবে। কিন্তু কপালটাই মন্দ।এই কপালে হয়নি ফুলচন্দন। উফফ ভাবতেই কান্না আসে। কতগুলো বছর মায়ের মায়াবী মুখটা দেখেনি। কতইনা আশা করেছিল বাড়িতে গিয়ে মায়ের মুখটা দেখবে, মায়ের রান্না করা খাবার খাবে, বাবার হাতের আলতো পরশে মনটা জুড়াবে, সকালের সোনালি রোদে আড্ডা হবে, পড়ন্ত বিকেলে বন্ধুরা ঘুরে বেড়াবে, সন্ধ্যায় চায়ের আড্ডা দিবে। কতদিনই না ভেবেছে বিয়ে করে সংসার করবে। লাল টুকটুকে বউ এসে ঘর আলোকিত করবে। বাড়িতে যাওয়ার আগে ভাই-বোন বলবে আমার জন্য এটা আমার জন্য ওটা আনবি ভাইয়া! কত কিছুইনা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতো উফফ। ছয় বছরে তিল তিল করে গড়া স্বপ্ন ও আশাগুলো আজ সব শেষ। হয়ে যায় কেউ কেউ অজ্ঞাতনামা। হে আল্লাহ তুমি প্রবাসে মৃত্যু দিয়ো না। তুমিতো আল্লাহ জানো, তুমিতো সব দেখো প্রবাসীদের দুঃখ-কষ্টগুলো।
লেখকঃ- মোঃ মাঈন উদ্দিন (কুয়েত প্রবাসী)
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: ลงทุนแฟรนไชส์
Pingback: y8
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: Go X mobility
Pingback: ร้านขายเครื่องมือช่าง
Pingback: silver manufacturer thailand
Pingback: Book of Ra