প্রচ্ছদ / সামাজিক সংগঠন / প্রবাসের আলোর উদ্যোগে রিফাতের চিকিৎসা বাবদ নগদ ৮১ হাজার ৪৪০ টাকা প্রদান

প্রবাসের আলোর উদ্যোগে রিফাতের চিকিৎসা বাবদ নগদ ৮১ হাজার ৪৪০ টাকা প্রদান

অনলাইন ডেস্ক:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়ন এর ঘোড়াময়দান গ্রামের জসীমের সন্তান রিফাত। তার পরিবার নাঙ্গলকোট থেকে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কপথের লালমাই মহাসড়কে বাস-সিএনজির মুখামুখী সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনার স্বীকার হয়। এতে জসীমসহ তাঁর মা, স্ত্রী, বড় ছেলে, মেঝো ছেলে, এক মাত্র মেয়ে সহ ছয় জন ঘটনাস্থলে মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় রিফাত। যদিও মা বাবা ভাই বোন সহ পরিবারের ৬ জনকে হারিয়ে তার জীবন আজ বড় দুর্বিষহ। আল্লাহ্ হায়াত রেখেছেন বলে আজও  মুমূর্ষ অবস্থায় বেঁচে আছে রিফাত। এই দুঃসময়ে রিফাতের পাশে এসে দাঁড়ান প্রবাসের আলো নামের একটি মানবিক সংগঠন।  সংগঠনের সম্পাদক মেহেদী হাছান মিলনের চেষ্টায় পরশু প্রবাসের আলো সংগঠনের আলোতে আলোকিত হয় অসহায় রিফাত। তাই রিফাতকে বাঁচাতে এগিয়ে আসে প্রবাসের আলো। এই সংগঠনের একটি স্লোগান “জিতবে মানবতা হাসবে দেশ, গড়বো মোরা সোনার বাংলাদেশ”। বাঁচতে চায় রিফাত আর তাকে বাঁচাতে এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে কাজ করছেন প্রবাসের আলো। এই সংগঠনের পাশে এসে দাঁড়িয়েছেন দেশ-বিদেশের আরো অনেক প্রবাসীরা। আর এই অনুদান ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টার সময় ঘোড়াময়দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রিফাতের এক আত্মীয় ও গ্রামের মান্যগণ্য ব্যক্তিবর্গের নিকট নগদ ৮১ হাজার ৪ শত ৪০ টাকা হস্তান্তর করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়ূরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুর রহিম। অনুষ্ঠানে আরো বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ চৌধুরী,জাকের হোসেন,কামাল মোল্লা,জসীমউদ্দীন,খোকন কোম্পানি, সিরাজুল ইসলাম দিনু।অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রবাসের আলোর সদস্য মোঃ নাছির উদ্দিন।

এছাড়াও চেক করুন

DSH এর উদ্যোগে অসহায় শীতার্তদের কম্বল বিতরন

শাহিন মজুমদারঃ- প্রতিবছরের মতো এবারও ১০/১২/২০২১ ইং তারিখে বাউফল, পটুয়াখালীতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে …

২ মন্তব্য