প্রচ্ছদ / জাতীয় / প্রাথমিকে শিক্ষকদের সংগঠনের আত্মপ্রকাশ

প্রাথমিকে শিক্ষকদের সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক পরিষদ নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ ঘটেছে। গত ৮ই জানুয়ারি শেখ মোজাম্মেল হোসেন কে সভাপতি রবিউল আউয়াল কে সাধারণ সম্পাদক করে ১১৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ রাজু সহ মোট চারজন কে মনোনিত করা হয়।

নতুন সংগঠন করার কারন জানতে চাওয়া হলে,সাংগঠনিক সম্পাদক এ আহমেদ রাজু বলেন,”বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে অনেক মেধাবী রা শিক্ষকতা পেশায় আসার পরেও ২০১৯ নিয়োগ বিধি তে সহকারী শিক্ষক দের বিভাগীয় প্রার্থীতা বাতিল করা হয়েছে। যা আমাদের মধ্যে চরম ক্ষোভ আর হতাশার জন্ম দিয়েছে।যেহেতু কোন শিক্ষক সংগঠনই আমাদের দাবীর পক্ষে এগিয়ে আসেনি, তাই বাধ্য হয়েই আমরা এই সংগঠন করেছি।”

সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আমরা সহকারী শিক্ষক দের বিভাগীয় প্রার্থীতা পুনরুদ্ধার, ১০ম গ্রেড বাস্তবায়ন, ডিপিএড করলে যাতে কারো বেতন না কমে,ডিপিএড কে বিএড এর সম মর্যাদা প্রদানের জন্য কাজ করে যাব।

এছাড়াও নতুন শিক্ষক সংগঠন সম্পর্কে অন্যদের কিরুপ মনোভাব এ বিষয়ে জানতে চাওয়া হলে সেক্রেটারি রবিউল আউয়াল বলেন , “এখন সবাই সচেতন। সবাই ভালো টা গ্রহণ করতে চায়। আমাদের সংগঠনের প্রতি তরুণ শিক্ষক রা অনেক পজিটিভ, আশা করি কাজের মাধ্যমে আমরা সেটা বজায় রাখতে পারব।”

জানা যায়, এক বছর যাবত তারা একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বর্তমানে অরাজনৈতিক সংগঠন হিসেবে ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা এই সংগঠনের খুলেছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …