সিএন নিউজ২৪.কম ।
-হে কবির সাহিত্য, আজ বলিব কিছু তোমায়
বিমুবে পড়িবে জানিবে দূর দূরান্তের সবাই,
প্রকৃতির থেকে কত”না মনের ভাব খুজে আনি
যার যাই ইচ্ছা সে তাই বলিবে আমি জানি,
তবু সপ্ন দেখি আর প্রগলভে কবিতা লেখি…
-প্রিয়ার মরণকে কবি আজ করিবে স্মরণ,
আবেগ তেগিয়ে ভিবেক জিতিয়ে
ভাই পেয়েছে বৌ,ছেলে পেয়েছে শত’মা!
প্রগলভে শাশুড়ি পেয়েছে বৌ’মা…
-প্রিয়ার ভাইয়ের কললিলে এর চিৎকার!
বোনের বোন হারানোর কষ্টের চিৎকার!
মায়ের মেয়ে হারানোর কষ্টের হাহাকার!
দাদির জগতটা ছিল তখন অন্ধকার!
বিধি তুমি লক্ষীপুরের এতো দুঃখ
কেমনে করিবে সংস্কার,,,,,?
i
-প্রিয়ার অম্বরে ছয়া সেই নতুন ঘরটা
কবির কাছে অভিযোগ করে কিছুটা,
ও কবি আমি নতুন ঘর
প্রিয়া আমায় করছে পর!
কবি তখন……
দুঃখের মঞ্চে দারিয়ে মুখের ভাষা হারিয়ে
দুটি চোখে পানি নিয়ে অম্বরে তাকিয়ে থাকে…
-ও প্রিয়া কবি যানে জীবনের কিছু টান
জীবনকে করিবে ধাপে ধাপে ব্যবধান
তাতে” কী,,,?
আবার গাইবো তোমার হাজারো সৃতির গান…!
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: Razor Returns jetzt spielen
Pingback: products
Pingback: https://davidgarrett.kz
Pingback: savia484
Pingback: endoliftX ที่ไหนดี