এম এইচ কবীর, নিজস্ব প্রতিবেদকঃ
প্রীতিভোজকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকালে স্থগিত কমিটির বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন এর কর্মীদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সাদ্দাম হোসেন হল দক্ষিণ ব্লক প্রথমতলা রাতে প্রীতিভোজের আয়োজন করে। সেখানে উত্তর ব্লকের কয়েকজন জুনিয়র ছাত্রলীগ কর্মী অংশগ্রহণ করে। সিনিয়রদের না জানিয়ে জুনিয়ররা অংশগ্রহণ করায় কেন অংশগ্রহণ করেছে তা জানার জন্য শুক্রবার বিকালে নূর আলম, সৈকত, ইকবাল, সাদমান সাকিব অতিথি কক্ষে অপূর্ব,বুলবুল ও রাব্বিকে ডাকে। সেখানে ৩ জনের সাথে হাফিজও উপস্থিত হয়। হাফিজকে চলে যেতে বলায় সে সিনিয়রের সাথে বেয়াদবি করে ও বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে নূর আলম ও সাকিব হাফিজকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় ও চড় দেয়। এতে হলে উত্তেজনা বিরাজ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফিজ তার দলবল নিয়ে সাদ্দাম হলের সামনে অবস্থান নেয় ও মিছিল বের করে।
একপর্যায়ে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবুল খায়ের, শিহাব সাদ্দাম হোসেন হল মাঠে সমঝোতা করতে আসে। সমঝোতার একপর্যায়ে নূর আলম এর উপর অতর্কিত হামলা চালায় ইংরেজি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের অপূর্ব, অর্থনীতি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের রাব্বি , পরিসংখ্যা বিভাগের ১৫-১৬ সেশনের হাফিজ, ইংরেজি বিভাগের ১৭-১৮ সেশনের নিশাত ও দাওয়াত এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ১৭-১৮ সেশনের বুলবুল।
ঘটনাস্থল থেকে নূর আলমকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক আনিছুর রহমান বলেন, ওদের নিজেদের মাঝে একটু হাতাহাতি হয়েছে, ঘটনার সাথে সাথেই সহকারী প্রক্টর ও হাউজ টিউটরবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। যে আহত হয়েছে তাকে মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: find out here
Pingback: รับสร้างบ้านหรู เชียงใหม่
Pingback: essentials fear of god
Pingback: Jammin' Jars spiele