কি অনায়াসে ঘুরলে আমার সাথে
প্রেম, বন্ধুত্ব?
নাহ!
মনে হয় অন্য সম্পর্ক তোমার সাথে,
আমি চিনি তোমারে।
দেখা হয়েছিলো একশত আলোকবর্ষ বছর আগে,
ভেঙে ফেলে শৃঙ্খল তুমি ধরলে আমার হাত।
নাহ!
তুমি তো আমার হাত তখন ধরনি?
ধরেছো গোধুলী বেলায়,
আবছায়া আলোয়।
আচ্ছা প্রেমের উপরে যে সম্পর্ক থাকে তাহাকে কি বলে?
আচ্ছা বন্ধুত্বের উপরে যে সম্পর্ক থাকে তাহাকে কি বলে?
এ আমার প্রেম না?
এ আমার বন্ধুত্ব না?
অন্য কিছু!
অন্য কিছু?
অন্য কিছু।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: Prayerbook
Pingback: แทงหวย
Pingback: โคมไฟ
Pingback: fvg คือ
Pingback: купити жіночі труси
Pingback: ธุรกิจครอบครัว
Pingback: ทำความรู้จักกับ Ufaprobet
Pingback: Sweet Bonanza
Pingback: รับทำเว็บไซต์