সাজেদুর আবেদিন শান্তঃ
রোববার সন্ধ্যায় সোনাতলা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ম্যাগাজিন ‘প্রয়াস’ এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুর আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও লালন গবেষক ড. আজাদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজিজার রহমান ও ‘প্রয়াস’ সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মজিদ, পরিসংখ্যান অফিসার শাফিউল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার হাসানুজ্জামান, আনসার ভিডিপি অফিসার নাসিমুল ফেরদৌস, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রুবেল রানা,সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাংবাদিক লতিফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইসমাইল হোসেন, পরিবেশ উন্নয়ন পরিবারের সভাপতি ইমরান এইচ মন্ডল, উন্মেষ অনলাইন ম্যাগাজিন এর সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত। অনুষ্ঠান সঞ্চালন করেন আলোর প্রদীপ এর সাবেক চেয়ারম্যান এমএম মেহেরুল। অনুষ্ঠান ৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: start here
Pingback: Sell your harvest fast via pregonagropecuario
Pingback: Go X scooter app
Pingback: หนังโป๊ซับไทย
Pingback: play