প্রচ্ছদ / প্রচ্ছদ / ফুলপুর সাইক্লিস্টস’র শুভ উদ্বোধন

ফুলপুর সাইক্লিস্টস’র শুভ উদ্বোধন

মিজানুর রহমান সুজন, সিএন নিউজ ময়মনসিংহ প্রতিনিধিঃ

“শারীরিক পরিশ্রমে, হৃদরোগের ঝুঁকি কমে”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুর থেকে ডেফুলিয়া পর্যন্ত প্রথম সাইকেল ভ্রমণের মাধ্যমে ফুলপুর সাইক্লিস্টস গ্রুপে’র শুভ উদ্বোধন করা হয়েছে।

৬ই মার্চ শুক্রবার সকালে ভাষা সৈনিক মরহুম শামসুল হক চত্বরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা  তাসফিক হক নাফিও, ফুলপুর সাইক্লিস্টস এর সভাপতি তানভীর আহমেদ, সমন্বয়ক মিজানুর রহমান সুজন, সাঈদ শাহরিয়ার তন্ময় , মাহমুদুল হাসান রাব্বি, রিয়াদ আহমেদসহ ফুলপুর সাইক্লিস্টস এর সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফুলপুর, ডেফুলিয়া, বালিয়া ও রূপসী দিয়ে সাইক্লিং করে ফুলপুর পোস্ট অফিসের সামনে এসে যাত্রার সমাপ্তি হয়। যাত্রাপথে মানুষকে হৃদরোগ সম্পর্কে সচেতন করা হয় এবং সাইক্লিং করতে উদ্বুদ্ধ করা হয়।

এই সম্পর্কে ফুলপুর সাইক্লিস্টস’র সভাপতি তানভির আহম্মেদ জানান, “যখন সবাই একসাথে গিয়ে কথা বলি, তখন আমাদের কথা সবাই মনযোগ দিয়ে শুনে। আমি মনে করি মানুষের মনযোগ আকর্ষনে সাইক্লিং খুব ভালো মাধ্যম। সুতরাং সাইক্লিং করে খুব সহজে সামাজিক সচেতনতা তৈরি করা সম্ভব।”

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৬ মন্তব্য