রবিউল হোসাইন রাজু:-
বদলে যাও বদলে দাও আলোকিত মানুষ হও এ স্লোগান ধারন করে করোনা সংকট পরিস্থিতিতে ব্যতিক্রম এক উদ্যোগ হাতে নিয়েছে সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন আমাদের আলোকিত সমাজ। দেশের বিভিন্ন শহরে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর কুমিল্লা, নাঙ্গলকোট, সাতক্ষীরা শহরের অসহায় দরিদ্র শ্রমজীবি ও ভাসমান মানুষের ঘরে ঘরে গিয়ে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন আমাদের আলোকিত সমাজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, এমদাদুল হক সুজন, এ কে এম মারুফ হোসেন, আফাজ উদ্দিন আসিফ, শরিফুল ইসলাম মিয়াজি, সামছুল ইসলাম মিঠু।
এছাড়া যেসব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু নিতে বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে হটলাইন নম্বর। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে আমাদের আলোকিত সমাজ’র চেয়ারম্যানের লোকজন ওই বাসায়/বাড়িতে বিনামূল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।
আমাদের আলোকিত সমাজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম মুঠোফোনে সিএন নিউজ টোয়েন্টিফোর’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমান করোনা সংকটে বিভিন্ন শহরের অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোন নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য প্রাথমিকভাবে আমরা কয়েক হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন দেশের বিভিন্ন শহরে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছি। এছাড়া হটলাইন নম্বর খোলা হয়েছে খাদ্য সংকটে পড়া উল্লেখ যোগ্য শহরের যেকোনো নাগরিক ফোন করলেই অতিগোপনে সম্মানের সহিত খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়া হবে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, আটা, পেয়াজ, তৈল। এছাড়াও শহরের অসহায় দরিদ্র মানুষের মানুষের জন্য রয়েছে ফ্রি চিকিৎসা সেবা নেওয়ার জন্য ডাক্তার ও এ্যাম্বুলেন্স সেবা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

