প্রচ্ছদ / কুমিল্লা ও নাঙ্গলকোট / ফ্রান্সে নবীজিকে নিয়ে অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোটের বেকামলিয়া ত্বলাবুল ফালাহ’র বিক্ষোভ

ফ্রান্সে নবীজিকে নিয়ে অবমাননার প্রতিবাদে নাঙ্গলকোটের বেকামলিয়া ত্বলাবুল ফালাহ’র বিক্ষোভ

মোঃফজলুল বিন কবিমঃ

গতকাল জুমার নামাজের পর কুমিল্লার নাঙ্গলকোটের ৩নং রায়কোট উঃ ইউপির বেকামলিয়া ত্বলাবুল ফালাহ্ এর উদ্যোগে আয়োজিত বিশ্ব নবী সাইয়্যেদুল মুরসালিন, খাতামুন নাবীয়্যিন, সাইয়্যেদুল আম্বিয় হযরত মুহাম্মাদ(স) কে উদ্যেশ্য করে ফ্রান্সের কুখ্যাত খ্রিস্টানরা ব্যাঙ্গচিত্র প্রকাশে ফ্রান্স সরকারের সমর্থনের বিরুদ্ধে ও ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে এক বিশাল প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট আলেমে দ্বীন, হযরত মাওঃ আমিনুল ইসলাম, মাওঃ আহসান উল্লাহ্, মৌঃ আবু তাহের, মৌঃ নূরুন নবী, মৌঃ তোফায়েল আহমেদ, হাফেজ এনামুল হক, জনাব আলহাজ্ব আতিকুল ইসঃ সহ বেকামলিয়া, পিপড্ডা, খাঁড়ঘর, দাসনাইপাড়া ও শ্রীরামপুর গ্রামের যুবক, বৃদ্ধ ও তরুণ জনগন। মিছিলটি পরিচালনা করেন, মাওঃ আবু নোমান, মৌঃ আবু রায়হান চৌধুরী, মোঃফজলুল বিন কবির, আব্দুল আহাদ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …