প্রচ্ছদ / প্রচ্ছদ / ফয়সাল ভূঁইয়া’র কবিতা “কপাল দোষী”

ফয়সাল ভূঁইয়া’র কবিতা “কপাল দোষী”

ফয়সাল ভূঁইয়া:

কেউ চড়ছে দামি গাড়ি
কেউবা আবার পথচারি
পকেট বুঝে লোকাল বাস
পথে বসে জীবন্ত লাশ।

স্বপ্ন ছিলো গগন ছোঁয়ার
ছাই কপালের বন্দী দুয়ার
অনাসায় মধুর হাড়ি
নববধূর সাদা শাড়ি।

তরুণ পকেট ভোগবিলাসী
ঘুনের দালান কাচাঁবাশি
অলসতায় কাজ বুঝা
অর্থ বুনা নয় যে সোজা।

দুনিয়ার এই ভবচরে
ধর্ম জানি কর্মে মরে
জানি নেই ভাণ্ড খালি
না চেয়েই গালাগালি।

হারালেই মূল্য মিলে
প্রভুর ঘরে আয়ু গিলে
ভিন্ন জীবন তৃন্ন মান
নিজেই নিজের প্রতিদান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

২ মন্তব্য