মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে রাকিব হোসাইন তাওকীরের প্রথম ছড়ার বই ” বাঁক পেরুলেই আলোর নদী “। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন শ.ই. মামুন। পাওয়া যাবে বইমেলার ৬৯৮ স্টলে।
বইয়ের ছড়াগুলো মূলত মা, মাটি, রূপবৈচিত্র ও অসঙ্গতি নিয়ে লেখা। রাকিব হোসাইন তাওকীর কৈশোর পেরিয়ে মাত্র তারুণ্যে পা দেয়া এক স্বপ্নবাজের নাম। জন্ম ২৪ শে নভেম্বর ২০০২ কুমিল্লা জেলার নাঙ্গলকোটে। পড়াশুনা করছেন রাজধানীর স্বনামধন্য বিদ্যাপীঠ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসায়। কবি রাকিব ভালোবাসেন লিখতে এবং বই পড়তে। বাঁক পেরুলেই আলোর নদী তার প্রথম প্রকাশিত বই।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে