সাজেদুর আবেদিন শান্তঃ
বগুড়া অঞ্চলে ২০১৮ সালে বিভিন্ন ভাবে ৩১৮ টি সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৩২১ ও আহত হয়েছে ৪৭৬ জন। কার, জীপ, মাইক্রো, ট্রাক, বাসসহ যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে মোট ২৯০ টি। এসব ঘটনায় পৃথক ভাবে মামলা হয়েছে ১৭১ টি।
হাইওয়ে পুলিশ (বগুড়া অঞ্চল) বগুড়া এবং জেলার ১২ টি থানা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। যদিও হাইওয়ে পুলিশের দেয়া তথ্যমতে, ২০১৮ সালে ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৯১ টি দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮৮ এবং আহত ৩৭২। এরমধ্যে গুরুতর জখম হয়েছে ১৯৩ জন এবং অপেক্ষাকৃত কম আহত হয়েছে ২৮৯ জন। এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ’ যানবাহনের সংখ্যা ৩৫১ টি এবং মামলা হয়েছে ১৫১ টি।
সূত্রমতে,
জানুয়ারী মাসে ২৫ সড়ক দুর্ঘটনায় নিহত ২১ ও আহত হয়েছে ২৯ জন, ফেব্রুয়ারিতে ২৭ দুর্ঘটনায় নিহত ২৫ ও আহত ১৩, মার্চে ৩১ দুর্ঘটনায় নিহত ২৯ ও আহত ১৫, এপ্রিলে ২৬ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৩৯ জন আহত, মে মাসে ৩২ দুর্ঘটনায় নিহত হয়েছে ২৫ জন ও আহত হয়েছে ২৭ জন, জুন মাসে ৫৫ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১ জন ও আহত হয়েছে ১০১ জন, জুলাই মাসে ১৭ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮ জন ও আহত হয়েছে ৩১ জন,আগস্টে ২৮ দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৭১ জন আহত, সেপ্টেম্বরে ১৫ দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২১ জন আহত, অক্টোবরে ১৯ দুর্ঘটনায় নিহত ২৩ ও আহত ৫১ জন, নভেম্বরে ২৪ দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৩১ জন আহত এবং ডিসেম্বর মাসে ১৯ দুর্ঘটনায় নিহত ২৩ ও ৪৭ জন আহত হয়েছে।
হাইওয়ে পুলিশের (বগুড়াঞ্চল) পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, রাজশাহী ও রংপুর বিভাগকে নিয়ে হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চল। তিনি জানান, রকম ভেদে ক্রমান্বয়ে সড়ক দুর্ঘটনা কিছুটা কমেছে। আর যেসব স্থানে দুর্ঘটনা বেড়েছে, তারা আইন না মেনে জীবনের ঝুঁকি নিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছেন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে