সাজেদুর আবেদিন শান্তঃ
বগুড়া-১, (সোনাতলা-সারিয়াকান্দি) নির্বাচনী এলাকায় জাতীয় সংসদের উপ-নির্বাচনে দলীয় সমর্থন প্রাপ্তীর আশায় ঢাকার আওয়ামীলীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন সালেক সোলার পাওয়ার লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক সালেক উদ্দিন। ওই সময় তার সাথে সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। সি এন নিউজ টুয়েন্টি ফোর এর প্রতিনিধি সাজেদুর আবেদিন শান্ত কে মনোনয়ন তোলার বিষয়টি ফোনের মাধ্যমে নিশ্চিত করেন জনাব সালেক উদ্দিন।এসময় তিনি বলেন আজ ৩৬,বগুড়া ১ (সোনাতলা ও সারিয়াকান্দি) আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছি। সকলের কাছে দোয়া প্রার্থী ও মাননীয় প্রধানমন্ত্রী তরুণ ও তারুণ্য কে অগ্রধিকার দিবেন বলে আমি আশাবাদী।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৮ মন্তব্য
Pingback: horren kiepraam
Pingback: i like this
Pingback: เว็บพนันหวยยอดนิยม yindee lotto
Pingback: Paket Honeymoon Bali
Pingback: thaimag.kz
Pingback: ขอ ฆอ
Pingback: cryptocurrency news
Pingback: z16