বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠ
ছাদিকুর রহমান আতিয়ার
আজো শোনা যায় বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের বাণী,
সে বাণীর তালে তালে এসেছে বাঙালি।
বাঙালি তাঁর কণ্ঠে কণ্ঠ রেখে পড়েছে তার অমর বাণী
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।
সেই বাণী শুনে হয়েছে বাঙালি জাগ্রত, তাইতো সবাই মিলে করেছে শত্রুর মাথা নত।
এখন যদি আবার করে শত্রুরা আঘাত, আবার কেটে দিবো তাদের নাক।
তাই শত্রুদের বলি করোনা বাড়াবাড়ি, আমরা সেই বীরের জাতি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: thc edibles uk
Pingback: Book of Ra online
Pingback: ซื้อเหล้าออนไลน์
Pingback: แทงหวยออนไลน์