নিজস্ব প্রতিবেদকঃঃ
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় এথলেটিক্স প্রতিযোগিতায় ৭টি স্বর্ণ ৩টি রোপ্য ও ৫ টি ব্রোঞ্জ সহ পয়েন্ট তালিকার শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২-১৩ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার ১০০ মিটার হার্ডেলস ইভেন্ট, রিংকি খাতুন লং জাম্প এবং জাফরিন আক্তার ডিসকাস থ্রো রেকর্ডসহ শটপুট থ্রো স্বর্ণপদক জিতে নতুন আন্তঃবিশ্ববিদ্যালয় রেকর্ড সৃষ্টি করেছেন।
এছাড়াও উচ্চ লম্পে প্লাবনী হক, ৪০০ মিটার ও ১০০ মিটার রিলেতে প্লবনী হক, দিশা সুলতানা, তামান্না আক্তার ও রিংকি খাতুন এবং ৪০০ মিটার হার্ডেসে মল্লিক সোহেল রানা স্বর্ণপদক লাভ করেন। টিম ম্যানেজার ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল ও কোচ ছিলেন উপ-পরিচালক মোঃ আসাদুর রহমান।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৪ মন্তব্য
Pingback: วิธีใส่คอนแทคเลนส์
Pingback: Aviator Game Download
Pingback: sp2s
Pingback: Look At This