প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বদির দুই ভাইসহ ২১ ইয়াবা কারবারির জামিন

বদির দুই ভাইসহ ২১ ইয়াবা কারবারির জামিন

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ২ ভাই সহ আত্মসমর্পণকারি ২১ ইয়াবাকারবারি জামিন পেয়েছেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত গত ৩ নভেম্বর তাদের জামিনের আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের তৎকালীন আইজি ড. জাবেদ পাটোয়ারীসহ অনেক শীর্ষ কর্মকর্তার উপস্থিতিতে টেকনাফ হাইস্কুল মাঠে ১০২ জন ইয়াবা ইয়াবাকারবারি ২০১৯ সালের ১৬ নভেম্বর আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকৃত এই ইয়াবাকারবারির মধ্যে ৫ জন গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়ে ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দ্বিতীয় দফায় আরো ২১ জন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেলেন।

জামিনপ্রাপ্ত ২১ জন ইয়াবা কারবারির মধ্যে সাবেক সংসদ সদস্য বদির ২ ভাই আবদুর শুক্কুর ও আমিনুর রহমান প্রকাশ আবদুল আমিন পুলিশের দায়ের করা মামলার ১ ও ২ নম্বর আসামি।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- মো. শাহেদ রহমান নিপু, ফয়সাল রহমান, নুরুল বশর কাউন্সিলর প্রকাশ নওশাদ, মারুফ বিন খলিল প্রকাশ বাবু, রেজাউল করিম মেম্বার, মো. হাবিবুর রহমান প্রকাশ নুর হাবিব, শামসুল আলম প্রকাশ শামসু মেম্বার, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলম, মো. জুহুর আলম, বোরহান উদ্দিন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, কামরুল হাসান রাসেল, মং অং থেইন প্রকাশ মমচি, শামসুল আলম শামুম, হোছাইন আহমদ ও মোহাম্মদ আয়ুব।

আদালত সূত্র জানিয়েছে, জামিনপ্রাপ্তরা অন্য কোন মামলায় আটক না থাকলে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেতে পারেন।

হাইকোর্ট থেকে এর আগে জামিন নিয়ে যারা মুক্তিলাভ করেছেন তারা হলেন- নুরুল হুদা মেম্বার, নুরুল কবির, মোহাম্মদ ইউনুস, মাহবুব আলম ও মঞ্জুর আলী। এ নিয়ে আত্মসমর্পণকৃত মোট ২৬ জন আসামি জামিন পেলেন।

কারাগারে থাকা একই মামলায় আরো ৪৭ জন ইয়াবা কারবারি সোমবার জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন। আদালত আগামী ২২ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন রেখেছেন। এছাড়াও কারাগারে আটক অবস্থায় এক আসামির মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ নভেম্বর আত্মসমর্পনকারী ১০২ জন ইয়াবা কারবারির কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩০টি দেশীয় তৈরী বন্দুক ও ৭০টি কার্তুজ উদ্ধার দেখানো হয়। উদ্ধারকৃত মালামাল নিয়ে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের করে পুলিশ।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …