প্রচ্ছদ / প্রচ্ছদ / বন্যার্তদের পাশে স্বপ্নবাজ পরিবার

বন্যার্তদের পাশে স্বপ্নবাজ পরিবার

দেশব্যাপী অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে স্বপ্নবাজ। এরই ধারাবাহিকতায় টাংগাইলের যমুনা পাড়ের চার টি পয়েন্ট এ বানভাসি মানুষের মাঝে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করে টিম স্বপ্নবাজ। ১০ সদস্যের এই টিমের নেতৃত্ব দেন স্বপ্নবাজ সভাপতি খাদিমুল ইসলাম দিনার।

স্বপ্নবাজ বন্যা ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল; ১। চাল, ২। ডাল, ৩। চিড়া, ৪। চিনি, ৫। লবণ, ৬। স্যালাইন, ৭। বিস্কিট, ৮। মোমবাতি, ৯। কয়েল ও ১০। ম্যাচ। ত্রাণ ব্যবস্থাপনা ও সার্বিক সহযোগিতা করেন ঢাকা থেকে আলমগীর হোসাইন, আতিকুর রহমান হৃদয়, ফরিদ আহমেদ, মুনিবুল্লাহ আল মহসিন ও আহমেদ শাকিল। টাংগাইল থেকে সহযোগিতা করেছেন সোহেল রানা, রাসেল রানা, সাফায়েত রহমান সামির, প্রান্ত দাস, আব্দুল হালিম।

ঢাকা থেকে স্বপ্নবাজ চেয়ারম্যান মুরাদ হোসাইন ত্রাণ সরবরাহ সহ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন টিম স্বপ্নবাজকে। ডাস এর নির্বাহী পরিচালক ডাঃ নওমি আফরিন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি সকলকে অবহিত করার নির্দেশনা দেন।

যমুনা পাড়ের ৪ টি পয়েন্ট এ ত্রাণ শেষে যারা ত্রাণ পাননি তাদের কে অর্থ সহায়তা দেয় স্বপ্নবাজ। ত্রাণ নিতে আসা সেসকল অসহায় মানুষদের উদ্দেশ্যে স্বপ্নবাজ সভাপতি খাদিমুল ইসলাম দিনার বলেন, “আমরা জানি এই ত্রাণ পর্যাপ্ত নয়! আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দিতে পারিনি। তবে মহান রাব্বুল আলামিন আপনাদেরকে সকল বিপদ হতে রক্ষা করুন। আপনাদের জীবন সংগ্রাম সিনেমাকেও হার মানায়। তবে আপনারা হতাশ হবেন না! ধৈর্যের সাথে এই প্রতিকূল অবস্থার মোকেবেলা করুন। আপনাদের ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন।”

স্বপ্নবাজ পরিবার বাংলাদেশের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানাচ্ছে। স্বপ্নবাজ বিশ্বাস করে আপনি এগিয়ে আসুন, পরিবর্তন আসবেই।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …