প্রচ্ছদ / প্রচ্ছদ / “বর্ষা” মোঃ মিনহাজুল ইসলাম

“বর্ষা” মোঃ মিনহাজুল ইসলাম

সিএন নিউজ২৪.কম।

গ্রীষ্মের কাঠফাটা করতাপ শেষে,
বর্ষা আবার কবে নামবে এসে?

চারদিকে শুধু রোদ
নেই কোনো পানি
তাপদাহে চৌচির কৃষি জমা জমি।

কৃষক ক্ষেতে খেটে হয় বড় অবসন্ন
আকুতি করে শুধু বৃষ্টিরও জন্য।

শহরের জনগণ বাসে হয় সিদ্ধ
বৃষ্টির অভাবে প্রকৃতি যে বিদ্ধ,
রৌদ্রের খরতাপে পথিক তো শ্রান্ত,
শীতল বাতাসও নেই
করবে যে শান্ত।

গাছপালা তরুলতা হয়ে গেছে শুকনো,
শীতল জলাভাবে সবই যেন জীর্ণ।

বৃক্ষরাজী ফসল মাটি করতে প্রাণপূর্ণ
নীল আকাশ মেঘমালায় হোক প্রচ্ছন্ন।

কর্কশ প্রকৃতি আবারও করতে সুশীতল
গগন হতে বর্ষা আসুক নেমে অবিরল।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …