নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি (বশেমুরবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের উপর বহিরাগত সন্ত্রাসীদের নির্মম হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা মৌন মিছিল, মোমবাতি প্রজ্জ্বলন ও কুশপুত্তলিকা দাহ করেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় জিয়া হল মোড় থেকে মৌনমিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব এর সামনে সমবেত হয় ও মোমবাতি প্রজ্জ্বলন করে।
পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার নাসিরুদ্দিন এর কুশপুত্তলিকা দাহ করে। শিক্ষার্থীরা এ হামলাকে মধ্যযুগীয় বর্বরতার হামলার সাথে তুলনা করে অনতিবিলম্বে খন্দকার নাসিরুদ্দিন এর অপসারণের দাবি জানায়।
এসময় উপস্থিত ছিলেন তৌফিক আহমেদ, জিকে সাদিক, আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, মোমিনুর রহমানসহ শতাধিক শিক্ষার্থীরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
