প্রচ্ছদ / আন্তর্জাতিক / বাংলাদেশী প্রবাসী সহ সৌদি আরবে নতুন ২৪ জন করোনাভাইরাস রোগীর সন্ধান! মোট আক্রান্ত ৮৬ জন।

বাংলাদেশী প্রবাসী সহ সৌদি আরবে নতুন ২৪ জন করোনাভাইরাস রোগীর সন্ধান! মোট আক্রান্ত ৮৬ জন।

সিএন নিউজ24.কম, আন্তর্জাতিক ডেস্কঃ

আজ শুক্রবারে নতুন ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে সৌদি আরবে। এই ২৪ জনের মধ্যে একজন বাংলাদেশী প্রবাসীও রয়েছেন বলে জানা গিয়েছে। এই ২৪ জন রোগী সহ সৌদি আরবে বর্তমানে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮৬ জনে!

একজন বাংলাদেশীসহ সৌদি আরবে নতুন ২৪ জন করোনাভাইরাস রোগীর সন্ধান!সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ ১৩ই মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এক ঘোষণায় জানায়, তারা নতুন ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পেয়েছেন। এরফলে দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৮৬ জনে।

নতুন এই ২৪ জন রোগীর মধ্যে একজন বাংলাদেশী প্রবাসীও রয়েছেন বলে জানা গিয়েছে। করোনা আক্রান্ত রোগী মক্কায় অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় বা কর্মস্থল এর ঠিকানা এখনো গোপন রেখেছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসে আক্রান্ত বেশিরভাগ রোগীই ইরান, তুর্কি, এবং বিভিন্ন দেশ থেকে সম্প্রতি সৌদি আরবে প্রবেশ করা সৌদি নাগরিক। এবং, বাকিরা এদের সংস্পর্শে এসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তরা সকলেই বর্তমানে কোয়ারান্টাইনে রয়েছেন। এছাড়াও করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা সকলকেই তীব্র নজরাদারির মধ্যে রাখা হয়েছে বলে জানায় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …