নয়ন মাহমুদ সাউথ আফ্রিকা থেকেঃ-
বাংলাদেশ এসোসিয়েশন পোর্ট এলিজাবেথ কর্তৃক আয়োজিত অ্যাম্বাসেডর ফুটবল টুর্নামেন্ট 2020 এবং বাংলাদেশ এসোসিয়েশন পোর্ট এলিজাবেথ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপনের অংশ হিসেবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৮ দল অংশগ্রহণ করেন। গত ১৬ ই অক্টোবর বাংলাদেশ এসোসিয়েশন পোর্ট এলিজাবেথ এর অফিসে ট্রফি উন্মোচন এর মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গত রবিবার ১৮ ই অক্টোবর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিপনের সভাপতিত্বে মোসলে উদ্দিন নয়নের প্রাণবন্ত উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কামরুল আমিন। উপদেষ্টামন্ডলী পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহিদ মোল্লা, মোহাম্মদ সেলিম, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ অন্যন্য নেতৃবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৫ মন্তব্য
Pingback: 1xslots
Pingback: horny sluts near me
Pingback: เน็ต บ้าน ais
Pingback: custom suit Bangkok
Pingback: โรงพยาบาลศัลยกรรมจีน