নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আখতার হোসেন আজাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশেদ আহমেদ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহানুর রহমান ও সাধারণ সম্পাদক নাজমুন আরা শামীমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ মাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক সজীবুর রহমান, সম্পাদকীয় পর্ষদ অনি আতিকুর রহমান ও ইমানুল সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদ হুমায়ুন কবীর, আপ্যায়ন সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. রাসেল, ইমরুল কায়েস, শামীম হোসেন, সৌরভ শেখ, আরাফাত হোসেন ও তোফাজ্জল হোসেন।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সাধারণ শিক্ষার্থীদের পত্র-পত্রিকায় লেখালেখিতে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: เน็ตบ้าน ais
Pingback: read the article
Pingback: ทำความรู้จัก lucky789bet
Pingback: ตรวจ หวย ลาว โบนัสดีไม่มีที่สิ้นสุด ที่ LSM99
Pingback: Villa for Rent in Phuket
Pingback: พรมรถ
Pingback: เทปใส