প্রচ্ছদ / প্রচ্ছদ / বাংলার কৃষক ছাদিকুর রহমান আতিয়ার এর কবিতা

বাংলার কৃষক ছাদিকুর রহমান আতিয়ার এর কবিতা

বাংলার কৃষক

ছাদিকুর রহমান আতিয়ার :

সবুজের মাঠে একখন্ড জমিতে কৃষক ফলায় ধান
ধানের দোলা দেখে জুড়িয়ে যায় কৃষকের প্রাণ।
প্রাণ জুড়ানোর আনন্দে কৃষক করে প্রার্থনা,
ওহে প্রভু দিওনা তুমি ঝড় বৃষ্টি বর্ষা।

কিছুদিন পরে উঁকি দেয় সোনালি রাশি রাশি ধান, সোনালি ফসল দেখে কৃষকের মন হয়ে যায় প্রফুল্ল।
প্রফুল্ল মনে কাটে সোনালি ফসল
ধান কেটে ঘরে তুলে আনে কিনে শাড়ি।

শাড়ির ভিতর লুকিয়ে থাকে রসের হাড়ি।
নতুন ধানের পিঠা বানিয়ে করে ভাজা ভাজা, সবাই মিলে পিঠা খেয়ে করে মজা।
মন ভরে পিঠা খেয়ে কৃষক দেয় ঘুম,
এক ঘুমেতে রাত পোহায় মন থাকে ফ্রেশ।
ফ্রেশ মনে ভোরে উঠে আপন কাজে করে মনোনিবেশ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …