প্রচ্ছদ / প্রচ্ছদ / বাকস্বাধীনতা পূর্ণতা পাক: মুহিব্বুল্লাহ আল হুসাইনী

বাকস্বাধীনতা পূর্ণতা পাক: মুহিব্বুল্লাহ আল হুসাইনী

সিএন নিউজ২৪.কম।

স্বাধীনতা। আল্লাহর এক নেয়ামত। একটি পাখিকে যদি পরম মমতায় কেউ লালন-পালন করে। যথাসময়ে খাবার দান’সহ যাবতীয় সব কিছু আঞ্জাম দেন। কিন্তু খাঁচায় বন্দী করে রাখেন তবে এটা কখনো সেই পাখিকে খুশি রাখতে পারে না। বরং কোন সেবাশুশ্রূষা না করে বন্দী পাখিকে মুক্তি দিলেই সেটা হবে তার জন্য মুক্তির সোপান। সেই স্বাধীনতা হলো পরম উপভোগ্য। বন-বাদাড়ের মুক্ত জীবন তার জন্য শ্রেয়। তেমনি ব্যক্তি জীবনে একজন মানুষ সর্বদা স্বাধীনতা প্রেমি। সে জীবনটাকে উজাড় করে বাঁচতে চায়। এর চাইতে বড় চাওয়া-পাওয়া তার জীবনে আর নাই।

এমনি এক স্বাধীনতার কথা বলছি। যখন পাকিস্তানি স্বৈরশাসকরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। মাতৃভাষা বাংলাকে মুছে দিতে চেয়েছিল। কিন্তু আমরা বাঙালি জাতি আপোষহীন লড়াই করেছিলাম। রক্তের বিনিময়ে ভাষার জন্য লড়াই করেই থেমে থাকিনি। জাতি, ধর্ম, বাকস্বাধীনতার লড়াইয়েও আমরা শরীক হয়েছিলাম। বঙ্গবন্ধুর সেই তর্জনীর আহ্বানে যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাঙালি জনসাধারণ। নারীরাও পিছিয়ে থাকার নয়। এ সংগ্রাম ছিল আপন মানুষকে মুক্ত করার সংগ্রাম।

আজ আমরা যে বাংলাদেশ পেয়েছি তার মূল সূতিকাগার বায়ান্নর ভাষা আন্দোলন। পাশাপাশি মার্চের স্বাধীনতার ডাকও কম তাৎপর্যপূর্ণ নয়! এত দিনে অনেকগুলো বছর কেটে গেলো৷ প্রকৃত স্বাধীনতা আজ কতটুকু বাস্তবায়িত হয়েছে তার হিসাব চুকিয়ে নেয়ার সময় হয়ে গেছে। দেশ এগিয়ে যাওয়ার এই মিশনে যুক্ত হউক বাকস্বাধীনতা। হোক তার পূর্ণ প্রতিফলন। সংবাদ-মিডিয়াগুলো ফিরে পাক তাদের পূর্ণ অধিকার ।

বর্তমান দিনে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি বিরাজমান। এই ক্রান্তিলগ্নে গত কয়েকদিন ধরে সরকার যেভাবে নানামুখী পদক্ষেপ নিচ্ছেন, তার ধারাবাহিকতায় একটি সুন্দর সময় আমরা প্রত্যাশা করছি। মৌলিক চাহিদা ও বাকস্বাধীনতা পূরণে জনবান্ধব সুন্দর আগামীর দিকে এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ।

মুহিব্বুল্লাহ আল হুসাইনী।
প্রধান সহ-সম্পাদক
সিএন নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: go here

  2. Pingback: เน็ตบ้าน ais

  3. Pingback: 7slots indir