প্রচ্ছদ / প্রচ্ছদ / বানভাসির আকুতি আফজাল হোসাইন মিয়াজীর কবিতা

বানভাসির আকুতি আফজাল হোসাইন মিয়াজীর কবিতা

বানভাসির আকুতি
আফজাল হোসাইন মিয়াজী

কলকল রব তুলে নদীর
আছড়ে পড়ে ঢেউ,
চলছে তারি ভাঙ্গন খেলা
চারপাশে নাই কেউ।

ঘর বাড়ী সব ভেঙ্গে চুরে
করছে মেচাকার,
বাগান বাড়ী সবকিছুকে
ভেঙ্গে একাকার।

মাথার উপর শূণ্য আকাশ
ভরা অথই জল,
গাছ আমার আশ্রয় এখন
চোখে পানির ঢল।

এমন জীবন হয় না যেনো
অন্য কারো আর,
ভাঙ্গা গড়ার খেলায় মজি
জীবন হাহাকার!

কোথা আছো দেশপ্রেমীরা
হাত বাড়িয়ে দাও,
মাথা গোঁজার ঠাঁই দিয়ে;
আশ্রয়ে নিয়ে যাও।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য