সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,আলীকদমঃ
বান্দরবান জেলার আলীকদম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং শুরু হয়েছে।
শনিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭ টায় উপজেলার সদরের আলীকদম বাজার ও পান বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল ও থানার অফিসার ইনচার্জ ওসি কাজী রকিব উদ্দিন
এসময় আলীকদম বাজারে অভিযান চালিয়ে বেশি দাম নেয়ায় দুই প্রতিষ্টানকে ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল । প্রাথমিক ভাবে চার প্রতিষ্টানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।অন্যান্যা প্রতিষ্টানকে সতর্ক করেন প্রশাসন।
ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি এ প্রতিবেদককে বলেন, কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইনানুগ ভাবে অর্থ দন্ড করা হবে। বাজার মনিটরিং থাকবে কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান।
পরে উপস্থিত লোকজনদের মাঝে করোনা নিয়ন্ত্রনে সচেতনতামূলক করোনা ভাইরাস নিয়ন্ত্রনে করণীয়ও সচেতনমূলক বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা’র ওসি ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: Pin-Up мобилдик казинодо ойно
Pingback: Thc edibles uk
Pingback: казинодо ойноо
Pingback: exness ดีไหม
Pingback: เน็ตบ้านทรู
Pingback: sunnysculpt reviews
Pingback: เครื่องเป่าแอลกอฮอล์
Pingback: Book of Ra Slot
Pingback: ais fiber