প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের আলীকদমে করোনাভাইরাস প্রতিরোধে স্হানীয় প্রশাসন কে সহায়তায় মাঠে নেমেছে পুলিশ – সেনাবাহিনী।

বান্দরবানের আলীকদমে করোনাভাইরাস প্রতিরোধে স্হানীয় প্রশাসন কে সহায়তায় মাঠে নেমেছে পুলিশ – সেনাবাহিনী।

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় মহামারী নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সার্বিক পরিস্হিতি পর্যবেক্ষণের জন্য স্হানীয় প্রশাসন কে সহযোগীতা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী।

বুধবার (২৫ মার্চ) আলীকদম উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে আলীকদম সেনা জোন এর একটি টহল দল অত্র উপজেলার গুরুপ্তপূর্ন স্হানে টহল দিতে দেখা যায়।

এসময় উপস্হিত ছিলেন আলীকদম উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদ ইকবাল, আলীকদম থানার অফিসার ইনর্চাজ কাজী রকিব উদ্দিন এবং আলীকদম সেনা জোন এর জোন কামান্ডার লেঃ কর্ণেল সাইফ শামীম, পিএসসি সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবাল বলেন- বিদেশ ফেরত ব্যাক্তিদের কে হোম কোয়ারেন্টাইনে রাখা, স্বাস্হ্য বিধি মেনে চলা, সামাজিক দুরত্ব নিশ্চিত করণ ও করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তাসহ সার্বিক পরিস্হিতি পর্যবেক্ষণে স্হানীয় প্রশাসন কে সহযোগীতা করবে সেনাবাহিনী। সকল কে সামাজিক দুরত্ব বজায় রাখা, দুরত্ব বজায় রেখে চলা ফেরা করতে হবে, অহেতুক কেউ ঘর থেকে বের হবেন না, প্রয়োজনীয় দোকান পাঠ যেমন – মুদির দোকান, কাঁছা বাজার, ফার্মেসী /ওষুধের দোকান ছাড়া কিছু খোলা না রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …