প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের আলীকদমে তিন জন জি,আর মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে তিন জন জি,আর মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম উপজেলা তিন জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে আলীকদম থানা পুলিশ। গত কাল রাত ৩ টার দিকে দুই দিকে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দিবাগত গভীর রাতে আলীকদমে নয়াপাড়া ৩ নং ইউনিয়নে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।তারা সবাই নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিল, হাবিবুল্লাই,রশিদ আহম্মদ, মোঃরহিম তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হন আলীকদম থানার পুলিশ।

একটি জি আর মামলায় তিন জনকে এক বছর কারাদন্ড ও আদেশ দেন বিজ্ঞ আদালত। এর আগের চুরি ও ডাকাতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিল। আসামীরা ছিল আবুল হাসেমের
ছেলে- হাবিবুল্লাই, ৩নং নয়াপাড়া ইউনিয়নের মোক্তার সদ্দার পাড়া,৫নং ওয়ার্ড়ের বাসিন্দা।

একই সময়ে,হাফেজ আহম্মদ এর,ছেলে-রশিদ আহম্মদ,মির আহম্মদ পুতু এর ছেলে-মোঃ রহিম তারা তিন জনে ৩ নং নয়াপাড়া ইউনিয়নে মোক্তার সদ্দার পাড়া,৫নং ওয়ার্ড়ের বাসিন্দা। এদিকে একই রাতে আলীকদম থানা এসআই-খালেক,এসআই-শুকান্তসহ নয়াপাড়া এলাকা থেকে তিন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বান্দরবান থানাতে আদালত কারাগারে প্রেরণ করেন।

আলীকদম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রাকীব উদ্দীন ও তিন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত বলেন,তারা জি আর সাজাপ্রাপ্ত আসামী ছিল তাই রাত ৩ টার দিকে অভিযানের মাধ্যমে আসামীদের ধরতে সক্ষম হই।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …