প্রচ্ছদ / সারাদেশ / বান্দরবানের আলীকদমে ভূমি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ : আহত ১১ জন

বান্দরবানের আলীকদমে ভূমি বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষ : আহত ১১ জন

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ (সিএন নিউজ বান্দরবান প্রতিনিধি)

বান্দরবানে আলীকদমে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন – মাংখাই মুরুং, স্বাক্ষম মুরুং, তংএ মুরুং, সংইয়া মুরুং, লাইপাও মুরুং। অপর দিকে নুরুল আমিন, রোকসানা বেগম,জরিনা বেগম, মরিয়ম বেগম, আনোয়ারা বেগম ও নুরুল আজিজ।

স্থানীয় সূত্রে জানান – আজ মঙ্গলবার( ১০ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মৃত মোহাম্মদ বশিরের ছেলে মোঃ নুরুল আমিন গংয়ের সাথে ময়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুংদের সাথে সকাল বেলায় আলীকদম উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় সংঘর্ষের ঘটনা সংগঠিত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে দুই জনকে ভর্তি ও এক জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে জানান দায়িত্বে থাকা চিকিৎসক।

স্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় – পয়ক মুরুং হতে মৃত মোহাম্মদ বশির ২০০৮ সালে ৪০ শতক জমি দেশীয় বায়না নামা মূলে ক্রয় করেন। শর্ত অনুসারে দেশীয় দলিল করার সময় অধেক টাকা পরিশোধ করেন এবং বাকী টাকা জমি রেজিস্ট্রি করার পূর্বে দেওয়ার কথা ছিল। তর্ত সময়ে জমি ক্রেতা মারা যান। বশিরের ছেলে শর্ত অনুসারে বাকি টাকা না দিয়ে জমি ভোগ দখল করার চেষ্টার সময় ময়ক মুরুং জমি দখল দিতে অপারগতা প্রকাশ করেন। বশিরের ছেলে নুরুল আমিন জোর করে জমি দখল নিতে চাইলে বেশ কয়েক বার বিরোধে জড়িয়ে পড়েন উভয় পক্ষ।

স্হানীয় ব্যক্তিরা আরো জানান – গত মঙ্গল বার (৯সেপ্টেম্বর) মোঃ বশিরের ছেলে নুরুল আমিনের পরিবার সন্ধ্যায় উক্ত জমিতে সীমানার খুঁটি ও ঘর নিমার্ণ করেন ও রাতে পয়ক মুরুংয়ের ছেলে মাংখাই মুরুংয়ের পরিবার ঘটানাস্হলে গিয়ে সীমানা খূঁটি ও ঘর ভেঙ্গে দেয়। পুনরায় ভোর সকালে নুরুল আমিনের পরিবার টিন দিয়ে সীমানা প্রাচীর ও ঘর নির্মাণ করেন এবং মাংখাই মুরুংয়ের পরিবার খবর পেয়ে ঘটনা স্হলে গিয়ে সীমানা প্রাচীর ও ঘর ভাঙ্গার চেষ্টা করলে উভয় পক্ষ মারামারি সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দীন জানান – এখন পর্যন্ত কেউ এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন নি। যদি থানায় অভিযোগ করে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …