প্রচ্ছদ / সারাদেশ / বান্দরবানের রুমা উপজেলা থেকে ৬ জন আদিবাসী অপহরণ

বান্দরবানের রুমা উপজেলা থেকে ৬ জন আদিবাসী অপহরণ

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা উপজেলা থেকে ৬ জন আদিবাসীকে অপরহণ করেছে শসস্ত্র সন্তাসীরা। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনেটের দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্হানীয়রা জানান- রুমা উপজেলার সামা খালের পাড়ায় ১০-১২ জনের একটি শসস্ত্র গ্রুপ সদর ইউপি চেয়ার চেয়ারম্যান শৈমং মার্মা পাড়ায় আছেন কিনা খোঁজ খবর নেন। এসময় শৈমং মার্মা কে না পেয়ে তারা পাড়ার স্হানীয় মংচিং অং সহ মোট ৬ জনকে অপরহণ করে নিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অন্যদের নাম ঠিকানা জানা সম্ভব হয় নি। স্হানীয় ব্যাক্তিরা ধারণা করেছেন মগ লিবারেশন পাটির সদস্যরা এই অপহরণের ঘটনা সংগঠিত করতে পারে।

এদিকে এই ঘটনার আংতকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে স্হানীয় আদিবাসী যুবকরা। ঘটনার পর পর তাদের উদ্ধারে জন্য যৌথ অভিযানের প্রস্তুুতি নিচ্ছেন যৌথ বাহিনী।

এ ব্যাপারে রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা বলেন – সন্তাসীরা ৬ জন কে নিয়ে গেছে, তাদের কে উদ্ধার করতে যৌথবাহিনী মাঠে নেমেছে।

ইউপি চেয়ারম্যান আরো জানান – কোন শসস্ত্র গ্রুপ অপরহরণ করেছে এবং কাদের কাদের অপহরণ করা হয়েছে এই বিষয় টা আমরা নিশ্চিত হতে পারি নাই।

উল্লেখ্য গত ১৯ আগষ্ট রুমার মুন নয়ম পাড়া থেকে শসস্ত্র সন্রাসীরা তিন জীপ চালক কে অপরহরণ করে পরে মুক্তি পণ নিয়ে চার দিন পরে ছেড়ে দেয়া হয় চালক দের।

এছাড়াও চেক করুন

শতকরা ৭২ শতাংশ তরুণ-তরুণী দ্বাদশ নির্বাচনে ভোট দিতে চায়

সিএন নিউজ অনলাইন ডেস্কঃ দেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে …