সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ১ জনের মৃত্যু ও অপর দিকে ২ জন কে অপহরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল)ভোর রাতে এঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।
স্হানীয় সূত্রে জানা যায়, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ক্যানাইজু পাড়া এলাকায় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী সদস্যরা ০১ জন কে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম মংসাইলোই মার্মা (৩০),নিহতের বাড়ী থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের বাশী অং পাড়ায়। অপর দিকে ২ জনে কে অপহরণ করে নিয়ে যায়।
এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্হল পরিদর্শন করেছেন।নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্হল সহ তার আশপাশের এলাকা গুলোতে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনর্চাজ (ওসি) তৌহিদ কবী’র জানান- সন্ত্রাসীরা গুলি করে ক্যানাইজু পাড়ায় এক জনকে হত্যা করেছে।নিহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্হল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুুতি চলছে,তদন্ত করে দেখা হচ্ছে,ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৬ মন্তব্য
Pingback: จองตั๋วรถทัวร์
Pingback: Download the latest 9kboss APK at 9kbossapk.in
Pingback: ถังบำบัดน้ำเสีย 2000 ลิตร
Pingback: Ulthera
Pingback: simply shrooms
Pingback: VG98