প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের লামায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

বান্দরবানের লামায় এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নের দূর্গম চিউনী খাল পাড়া এলাকায় এক নারীকে গলা কেটে খুন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে নিজ বাড়িতে খুন করে। ভোরে নামাজ পড়তে উঠে পরিবারের লোকজন জবাই করা লাশ দেখতে পেয়ে লামা থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেয়।

খুনের শিকার মহিলা গোলাপী বেগম (৪৮) সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী। খুনের কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য