প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বান্দরবানের লামায় বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

নিজস্ব সংবাদ দাতা, লামা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় লামায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে “পুলিশই জনতা, জনতাই পুলিশ,” “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার (২৬ অক্টোবর) সকালে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে লামা থানা কর্তৃপক্ষ। উক্ত র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।র‌্যালি শেষে লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় লামা থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার নূর এ জান্নাত রুমি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল হক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শেখ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক বিজয় কান্তি আইচ, রূপসীপাড়া ইউ.পি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ। এছাড়াও সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে দেশের সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমে এসে বন্ধুত্ব তৈরী হয়েছে। জনগণ সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, নারী নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে পুলিশকে তথ্য সরবরাহ করে কমিউনিটি পুলিশের ভূমিকা পালন করছে। দেশের ১৬ কোটি মানুষের অনেক ঘটনা পুলিশের পক্ষে জানা সম্ভব হয় না কিন্তু কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তা জানা সম্ভব হচ্ছে বলে অপরাধ দমনে পুলিশের কার্যকরী ভূমিকার কারণে আজ দেশ থেকে জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাস অনেকাংশেই নির্মূল করা সম্ভব হচ্ছে। দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সর্বস্তরের জনগণের সঙ্গে পুলিশ বাহিনীর সকল সদস্য অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে। এসময় বক্তারা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরো বেগবান করার জন্য জোর দেন, এছাড়া মাদক সন্ত্রাসদের জিরো টলারেন্স দিতে বলেন ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৪ মন্তব্য