প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানের লামায় হেডম্যান এর বিরুদ্ধে সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ

বান্দরবানের লামায় হেডম্যান এর বিরুদ্ধে সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ

 নিজস্ব প্রতিনিধি, বান্দরবানঃ

বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইংমুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবর -দখল করার অভিযোগ পাওয়া গেছে। ৩০২ নং লুলাইং মৌজার হেডম্যান ও বাজার চৌধুরী সিং পাশ চৌধুরী গত চার বছর ধরে দখলে নিয়ে বিদ্যালয়ের নামে রেকর্ডভুক্ত জমি জবর দখল করে টিনের দোকান ঘর নির্মাণ করেছেন। অভিযোগ ও স্কুলের শিক্ষকদের তথ্য অনুযায়ী জানা যায় যে, গত ২০.১১.২০১১ ইং,পুয়াং ম্রো পিতা মৃত- চিংতুই ম্রো,সাং লুলাইং হেডম্যান পাড়া কৃর্তক দান পএ দলিল যাহার নং-৮৪০/২০১১ ইং,তাং-২০.১১.১১ইং স্কুলের নামে দানকৃত জমি। ৩০২ নং লুলাই মৌজা হোল্ডিং নং -১৫ ভূক্ত ৩য় শ্রেণীর জমি হতে ০. ৮২ (বিরাশি) শতক জমি বর্ণিত লোক স্কুলের দান করেন।গত চার বছর ধরে স্কুলে খেলার মাঠের জমি হতে প্রায় অর্ধেক জোর পূর্বক দখলে নিয়ে ২ বছর আগে সেমি পাকা দোকান ঘর নির্মাণ করে। যার কারণে বাজারের পাশে স্কুল হওয়ার কারনে ক্লাসে শব্দ দুষন হয় এই শব্দ দুষনের কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। ও কোমল মতি শিশুদের ঝুকিপূর্ণ পরিবেশের মধ্যেই দিন কাটাইতেছে। দখলদার সিংপাশ চৌধুরী বলেন, আমি স্কুলের জায়গা দখল করিনি, স্কুলের জায়গা স্কুলে আছে,দোকানের জায়গা দোকানে রয়েছে।

 

স্থানীয় বাসিন্দা শৈলেন্দ্র বড়ুয়া জানান, ‘আমরা অনেক আগেই দেখেছি ওই জমি স্কুলের নামে আছে। এখন শুনছি অন্যরা ওই জমি দখল করে টিনের ঘর তুলেছে। কি করে তারা মালিক হলো এটা বুঝতে পারছি না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাসেল দাশ জানান, দখলদারেরা বিদ্যালয়ে অনাধিকার বলে প্রবেশ করে জমি দখল করে দোকার ঘর নির্মাণ করেছে । অামরা এই ব্যাপারে প্রতিকার চেয়ে জেলা পরিষদসহ অন্যান্য অফিসের অভিযোগ পএ দিয়েছি। তিনি এই ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন বলে জানান। এই ব্যাপারে লামা উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী জানান, বিষয়টি আমরা অবগত অাছি, বিষয়টি অামাদের ডিপার্টমেন্টালভাবে প্রসেস করতেছি। আশা করি বিদ্যালয়ের জমি সংক্রান্ত বিষয়সহ অন্যান্য সমস্যা খুব শীঘ্রই সমাধান হবে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …