সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,বান্দরবান প্রতিনিধিঃ
” প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের অন্যান্য জেলার মতো বান্দরবানেও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে নারী দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় এ নারী দিবস উপলক্ষে জেলা প্রশসন ও মহিলা অধিদপ্তর,বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলাসহ প্রায় সকল সরকারী বেসরকারী মহিলা কল্যাণ সংগঠনের অংশগ্রহণে জেলা প্রশাসক কার্য্যালয় প্রাঙ্গণ হতে জনসচেতনা মূলক র্যালী বের হয়।র্যালীটি বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে একটি আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দাউদুল ইসলাম, জেলা প্রশাসক বান্দরবান, বিশেষ অতিথি জেরিন আখতার, পুলিশ সুপার,বান্দরবান,নাজমুস সাহাদাত মোঃ জিললুর রহমান, নির্বাহী প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান, মোহাম্মদ জামাল উদ্দীন সিনিয়র সহকারী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বান্দরবান, নাজমুস সাহাদাত মোঃ জিললুর রহমান বলেন প্রতিদিনই নারীর প্রতি নির্যাতন, হয়রানিসহ নানান ধরনের নেতিবাচক খবর আসে। বিশ্বজুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে অনেক পথ পাড়ি দেওয়া এখনো বাকি। রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা-নির্বিশেষে মানুষ হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবি তাই সর্বজনীন। নারীর প্রতি সব ধরনের বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে সম-অংশীদারত্বের বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হবে, এটাই নারী দিবসের প্রত্যাশা।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: online game
Pingback: aviator login
Pingback: Angthong National Marine Park
Pingback: magic mushroom grow kit legality
Pingback: รับปริ้น 3d
Pingback: Uuodiyala
Pingback: bulk psilocybin microdose California