নিজস্ব সংবাদ দাতা,বান্দরবান প্রতিনিধিঃ
তাজিংডং রক্ষা করি, পরিবেশকে বাঁচাই” এই প্রতিপাদ্র সামনে রেখে বান্দরবানে প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রামের সামাজিক ছাত্র সংগঠন ও সচেতন নাগরিকবৃন্দ কর্তৃক আয়োজিত বান্দরবান জেলার থানচি উপজেলায় তাজিংডং পাহাড়ের পাদদেশে প্রাতাপাড়া বাসির চাষের জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রক্রিয়া বন্ধ করার লক্ষ্যে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন কমিটির বান্দরবান জেলার আহ্বায়ক জনাব জুমলিয়ান আমলাই বম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস বান্দরবান জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াংঙান ম্রো, দুর্নীতি দমন কমিশন বান্দরবান জেলা শাখার সভাপতি সিনিঃ ওয়াঃ অফিঃ (অবঃ) জনাব অং চ মং, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সভাপতি নি অং মারমা, অনন্যা কল্যাণ সংগঠন এর ম্যানেজার দিনেন্দ্র ত্রিপুরা।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বান্দরবান জেলা শাখার সভাপতি থোয়াক্য জাই চাক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্র সংগঠণ এর নেতাকর্মীরা বিভিন্ন পাড়ার লোকজন সহ উপস্থিতি ছিলেন।
উক্ত মানব বন্ধনে বক্তারা তাদের বক্তব্যে বলেন – অবিলম্বে প্রাতা পাড়ায় ইটভাটা স্থাপনের প্রক্রিয়া বন্ধ করতে হবে, এই অবৈধ ইটভাটা স্থাপনের প্রক্রিয়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে জানান। বান্দরবানে যতগুলো লাইসেন্সবিহীন ইটভাটা আছে সেগুলো অনতিবিলম্বে বন্ধের ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে কেউ যেন পরিবেশ বিরোধী কাজ না করতে পারে সেই বিষয়ে নজরদারি করতে হবে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কাজের এটাই উপযুক্ত সময়।
মানব বন্ধন শেষে বান্দরবান জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৭ মন্তব্য
Pingback: share like and more
Pingback: พรมรถ
Pingback: Go X Hawaii
Pingback: ตรวจสอบสลิปโอนเงิน
Pingback: 11HILO แบรนด์คาสิโนสด
Pingback: Unterkunft für Familienfeier
Pingback: เน็ตบ้าน ais