নিজস্ব সংবাদ দাতা,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও রুমা উপজেলা পরিষদের চেয়ারম্যান উহ্লাচিং মার্মার সহধর্মীনি ডমেচিং মার্মা (বেবি) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
ডমেচিং মার্মা(বেবি) রুমা সদর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভানেএী হিসেবে দায়িত্ব পালন করতেন মৃত্যুকালে তিনি দুই ছেলে স্বামী ও অসংখ্য আত্নীয় স্বজন রেখে মারা যান।
পরিবারিক সূএে জানা যায় – গত ১০ সেপ্টেম্বর ডমেচিং মার্মা ডেঙ্গু রোগে আক্রান্ত হলে প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করা হয়, পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্হায় আজ বৃহস্পতিবার ভোরে পৌনে পাঁচ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রুমা ইউএনও কার্যালয়ের অফিস সহকারী সুমন পাল বলেন তিনি আজ সকালে মারা যাওয়ার পর তার লাশ চট্টগ্রাম থেকে বান্দরবানের উদ্যোশে আনা হচ্ছে।
এ দিকে তার মৃত্যুর খবরে রুমা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। আজ তার মরদেহ চট্রগ্রাম থেকে তার নিজ বাড়ী রুমা উপজেলায় নিয়ে যাওয়া হবে বলে জানায় পরিবারের স্বজনরা
এবারে বান্দরবান জেলায় প্রথম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা যানা ডমেচিং মার্মা (বেবি)।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৯ মন্তব্য
Pingback: visit here
Pingback: casino rollino
Pingback: 78win
Pingback: Go X rentals
Pingback: รับจด อย
Pingback: ขอ ฆอ
Pingback: คลินิกกายภาพบำบัด ใกล้ฉัน
Pingback: เว็บพนันออนไลน์เกาหลี
Pingback: จำนำรถ