বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বই মেলা শুরু হয়েছে।
আজ সোমবার বিকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ক্ষুদ্র নুগোষ্ঠির সাংস্তিক ইন্সটিটিউটের চত্বরে ফিতা কেটে এই তিনদিন ব্যাপী বই মেলার শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং মো্র সভাপতিত্বে বই মেলায় অন্যান্যদের মধ্য আরও উপস্তিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদ্দিত্য মুৎসুদ্দি, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, সদস্য ক্যন ওয়ান চাক, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচু সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়, আলোচনাসভায় শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃদুরা বান্দরবান জেলার বিভিন্ন কবিদের লেখা ১৮টি বইয়ের মোড়ক উম্মোচন ও বইয়ের স্টোল গুলো পরিদর্শন করেন। এবার তিনদিন ব্যাপী বই মেলায় ৩৫ বইয়ের স্টোল অংশ নিচ্ছে ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

১০ মন্তব্য
Pingback: my blog
Pingback: พูลวิลล่านครนายก
Pingback: av ซับไทย
Pingback: ktvvip
Pingback: BUY QUAGEN COUGH SYRUP
Pingback: essentials fear of god
Pingback: ปั้มไลค์
Pingback: EA Forex
Pingback: toybf
Pingback: กราฟีน