প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান।

বান্দরবানে নানা আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতিপাদ্যে প্রথম বারের মতো সারাদেশের মত বান্দরবানেও এ দিবসটি পালিত হচ্ছে।

আজ রবিবার (১ মার্চ) ১০ ঘটিকার সময় বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামের নেতৃত্বে ১ম জাতীয় বীমা দিবস-২০২০ উপলক্ষে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরস্থ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরবর্তীতে অদ‍্য ১০ঃ৩০ ঘটিকায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শামীম হোসেন এর সভাপতিত্বে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার জনাব আনোয়ার হোসেন।
এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, ছাত্র-ছাত্রী সহ উপস্থিতি ছিল। এছাড়াও বান্দরবানের লামা,আলীকদম, রুমা, থানচি, নাইক্ষ্যংছড়িতে ও বীমা দিবস পালিত হয়েছে।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …

৩ মন্তব্য

  1. Pingback: ม้านั่ง

  2. Pingback: Le Bandit Slot

  3. Pingback: RELX