সংবাদাতা (বান্দরবান) প্রতিনিধি ।
বান্দরবানে জাতির পিতা বঙ্গ বন্ধু ও শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট বালিক অনুর্ধ্ব – ১৭ ও বালিকা অনুর্ধ্ব -১৭ জাতীয় ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্ধোধন করেন বান্দরবান জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
খেলা উদ্ধোধনের সময় উপস্হিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন, পৌর মেয়র ইসলাম বেবি,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্স, লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জন্নাত রুমি।
প্রথমে উদ্ধোধনী খেলায় বালিকা দল লামা উপজেলা বনাম সদর উপজেলা দলের সাথে খেলা অনুষ্টিত হয়,খেলায় লামা উপজেলা দল ২-০ গোলে সদর উপজেলা কে পরাজিত করে, পরে বালক উদ্ধোধনী খেলায় লামা উপজেলা বালক দলের সাথে সদর উপজেলার খেলা অনুষ্টিত হয়,খেলায় লামা উপজেলা বালক দল ২-০ গোলে সদর বালক দলকে পরাজিত করে বিজয় অর্জন করে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৪ মন্তব্য
Pingback: Aviator
Pingback: Gates of Olympus
Pingback: checkslip
Pingback: personal trainer bangkok