প্রচ্ছদ / পার্বত্য চট্টগ্রাম / বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠিত

 

সংবাদ দাতা, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের রুমা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে আবাসিক বিদ্যালয়ের ১৫টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করার পাশাপাশি বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম,পি।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষা থাকলে তাদের চাকরির পেছনে দৌড়াতে হবে না। আগামীতে সব বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর রুমা জোনের (টুআইসি) মেজর জোবায়েত শফিক, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা ও উপজেলা নির্বাহী অফিসার শামসুল আলম প্রমুখ।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …