বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে জামছড়িতে সন্ত্রাসীদের ব্রাসফায়ারে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাচনু মারমা (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় সাবেক ইউপি মেম্বার ও যুবলীগের নেতাসহ আহত হয়েছেন আরও ৫ জন।
নিহতের বাড়ি জামছড়ি ভিতর পাড়া। সে ওই এলাকার মংবই মারমার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত পৌনে ৮টার দিকে বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে জামছড়ি এলাকায় ৭-৮ জনের মুখোশ পরা একদল সন্ত্রাসী অতর্কিত গুলি চালাতে শুরু করে। গুলিতে বাচনু মারমা ঘটনাস্থলেই নিহত হয়।
আহত হন সাবেক ইউপি মেম্বার উচ থোয়াই (৬৫), যুবলীগ নেতা মংক্যাচিং মারমা (২৫), যুবলীগ নেতা হ্লামং চিং (৩০) ক্য প্রু মং (৪৫) ও আদাসী মারমা (২৬)।
পরে বান্দরবান সদর থেকে পুুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি, এছাড়া আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৬ মন্তব্য
Pingback: Buy guns online usa
Pingback: new88
Pingback: รับดูแลผู้ป่วย
Pingback: monixbet nl
Pingback: essentials
Pingback: clothing manufacturer