সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,বান্দরবান।
বান্দরবান সদর উপজেলায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাকিছড়া এলাকায় ঘরের মধ্যে ঢুকে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যকে গুলি করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে পায়ের রানে গুলিবিদ্ধ হন ইউপি সদস্য চাইনা ছাহ্লা মারমা। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলিবিদ্ধ ইউপি সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুহালং ইউপির চেয়ারম্যান সানুপ্রু মারমা বলেন, সন্ধ্যার কিছুক্ষণ পর ঘটনাটি ঘটেছে। পায়ের ওপরের অংশে রানের মধ্যে গুলি লাগায় বেঁচে গেছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পরে তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীরা কারা বলতে পারছি না।
এদিকে শনিবার গভীর রাতেও রাজবিলা ইউনিয়নের বাঘমারা নিচের পাড়ায় গুলি বর্ষণের ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সংস্কার (এমএন লারমা) গ্রুপের ১৫ থেকে ২০ সদস্যের সশস্ত্র অবস্থানের খবর পেয়ে জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার সদস্যরা হামলা চালায়। স্থানীয়দের দাবি, গভীর রাতে তাঁরা ১০ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ শুনতে পেরেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের হামলায় এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে বাঘমারায় গুলি বর্ষণের কোনো খবর পাওয়া যায়নি।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: Buy psilocybin mushrooms online usa
Pingback: แอพเช็คสลิปโอนเงิน
Pingback: Plinko Rush Canada review
Pingback: จัดหาแม่บ้าน
Pingback: bingo 37