সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বান্দরবান।
বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. শামীম হোসেন বলেন, ‘বান্দরবানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য জনসমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।’
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, ‘লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪১ জন এবং হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন নয় জন।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। এই ভাইরাসে দেশে মারা গেছেন চারজন। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৯ জন।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
৭ মন্তব্য
Pingback: เว็บตรงฝากถอนง่าย
Pingback: SIAMLOTTO เว็บหวยออนไลน์สยามเมืองยิ้ม
Pingback: ตรายางออนไลน์
Pingback: uofdiyala
Pingback: เทปใส
Pingback: https://kazinoruletka.kz
Pingback: full body silicone baby girl for sale cheap