মোঃ সাইফুল্লাহ সি এন নিউজ, নিজস্ব প্রতিবেদকঃ
বালিয়াডাঙ্গী উপজেলায় চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬১৯৬ ভোটে বিজয়ী হয়েছেন।
চেয়ারম্যান পদেঃ আলী আসলাম জুয়েল(মোটরসাইকেল)-৩৬১৯৬ ভোট,আহসান হাবীব বুলবুল(নৌকা)-২৯৪৬৯ ভোট,সফিকুল ইসলাম(আনারস)-২৯৯৬৩ ভোট পেয়েছেন ।
ভাইস চেয়ারম্যান পদেঃ মাজেদুর রহমান(টিউবওয়েল)-৩৬২২১ ভোট,মোমিনুল ইসলাম(বই)৩০৭১৬ ভোট,গোলাম রব্বানি(চশমা)৮২৭১ ভোট,বজলুর রহমান(তালা)১৮৯৬৮ ভোট পেয়েছেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদেঃ আলেয়া পারভীন(কলস)৩২৬৬৮ ভোট,নাদিয়া এমদাদ(প্রাজাপতি)২৯৯৬৮ ভোট ,সিমা আক্তার(ফুটবল)৩১০১৫ ভোট পেয়েছেন ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
