অনলাইন ডেস্কঃ
মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় ওয়াসিম হাসনান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র। বাস ভাড়াকে কেন্দ্র করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বাস ভাড়া নিয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে হেলপারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে হেলপার ওই শিক্ষার্থীকে ধাক্কা দিলে বাস থেকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। নিহত ওই শিক্ষার্থীর নাম ওয়াসিম বলে জেনেছি। তবে ঘটনাটি আমার এলাকার মধ্যে পড়ে না।’
স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে রাস্তায় তার মৃত্যু হয়। ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার বাসিন্দা।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ওয়াসিমের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজধানীর প্রগতি সরণিতে বেপরোয়া বাসচাপায় নিহত হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর (২০)।
এ ঘটনার পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। টানা দুদিন চলে এ বিক্ষোভ। এ সময় তারা ৮ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। তাদের পরিপ্রেক্ষিতে সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করে চলাচল বন্ধ রাখা হয়। বুধবার দ্বিতীয় দিন সন্ধ্যায় আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্মসূচি ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করে।
শিক্ষার্থীদের এসব দাবির বিষয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, দাবি যেগুলো পূরণ করা সম্ভব সেগুলো করা হবে। বাকিগুলো ধীরে ধীরে করা হবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে
