মুহিব্বুল্লাহ আল-হুসাইনী:
২০০৬ সালে প্রতিষ্ঠিত হওয়া রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের ১ যুগ পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়।
বিআইইউ কালচারাল ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে ২৪-২৬ সেপ্টেম্বর তিনদিন ব্যাপি এই উৎসব অনুষ্ঠিত হয়। ২৪ ও ২৫ সেপ্টেম্বর ৭টি বিষয়ে সর্বমোট ১৫০ জন প্রতিযোগী অংশ নেন। ২৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৮ বিজয়ীকে বিভিন্ন ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করা হয়। ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর কাজী আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইইউ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান ও ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান আ ন ম রফিকুর রহমান মাদানী।
এছাড়া উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের পরিচালক ইকবাল মাহমুদ সোহেল, সাবেক পরিচালক মনিরুল ইসলাম, সাবেক প্রেসিডেন্ট আশিকুর রহমান তমাল, সাবেক ভাইস প্রেসিডেন্ট ফখরুল ইসলাম, ক্লাবের প্রেসিডেন্ট মোঃ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি শাহাদ নূরুল্লাহ, সাধারণ সম্পাদক তামজীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামসেদ অালম, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক ও হাসান অালী, মিডিয়া সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ এবিএম মুনাঈম, প্রচার সম্পাদক অায়াতুল্লাহ, তেলাওয়াত বিভাগের পরিচালক জিয়াউদ্দিন সোহাগ, সংগীত বিভাগের পরিচালক সাজেদুর রহমার, অভিনয় বিভাগের পরিচালক তানভীর অাহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বিআইইউ কালচারাল ক্লাব ফিমেল শাখার পরিচালক নুসরাত সুলতানা, সভানেত্রী অারিফা খাতুন, সাধারণ সম্পাদক সুমাইয়া অাক্তারসহ ক্লাবের সকল ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৩ মন্তব্য
Pingback: บาคาร่าเกาหลี
Pingback: คาสิโนออนไลน์
Pingback: เน็ตบ้าน ais