প্রচ্ছদ / প্রচ্ছদ / বিআইইউ ডিবেটিং ক্লাবের মুক্তমঞ্চ বিতর্ক অনুষ্ঠিত

বিআইইউ ডিবেটিং ক্লাবের মুক্তমঞ্চ বিতর্ক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক প্রীতি বির্তকের আয়োজন করা হয়েছে।

বিতর্কের বিষয় ছিল “একুশ আজ একটি ব্যর্থ উৎসব! ” এসময় বিতর্কের প্রস্তাবের পক্ষে অংশগ্রহণ করে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব এবং বিপক্ষে অংশগ্রহণে করে ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল ডিবেটিং সোসাইটি। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সম্মানিত মডারেটর ও ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার সাইফ আহমেদ খাঁন রিজভী,বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় কালচারাল ক্লাবের সম্মানিত মডারেটর ইকবাল মাহমুদ সোহেল, ইসলামিক স্টাডিজ ক্লাবের সম্মানিত মডারেটর সহকারী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম।

উক্ত ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহিব্বুল্লাহ আল হুসাইনীর প্রানবন্ত সঞ্চালনায় ও ক্লাব সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে উক্ত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর কামালুদ্দিন আব্দুল্লাহ জাফরী, আইন অনুষদের ডিন এ বি এম মাহবুবুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও প্রক্টর আরশেদ আলী মাতুব্বর’সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিতর্ক অনুষ্ঠান শেষে ইতিপূর্বে অনুষ্ঠিত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও চেক করুন

রাজনৈতিক মামলায় পলাতক সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন খাসেবাড়ী মোস্তাবাড়ী এলাকার বাসিন্দা সৈয়দ মো: ওবায়েদ উল্যাহ পিতার- …