সিএন নিউজ, অনলাইন ডেস্কঃ
ঐতিহ্যবাহী এই সংগঠনের ধারক কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক এবং দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল এই প্রতিষ্ঠানটিকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। ছাত্রলীগকে একটি সার্বজনীন সেবা মূলক প্রতিষ্ঠানে পরিনত করেছেন তারা দুজন।
গতকাল সকালে ভিরাল্লায় বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সবুর খাঁনের দাফন সম্পন্ন করে ঘরে যেতে না যেতেই আবার ইউ এন ও মহোদয়ের ফোন।কুমিল্লার দেবিদ্বার উপজেলা বি এন পির সাবেক সভাপতি আবদুছ সালাম কভিট ১৯ করোনা পজেটিভ হয়ে মৃত্যু বরন করেছেন, ফোন পাওয়ার সাথে সাথেই, মানবতার সেবা যাদের ধর্ম তাদের কি আর দল বিভাজন করতে পারে? তাই সকল ক্লান্তিকে নিজের করে,মৃত সালামের জানাজা দাফন যখন সম্পন্ন করেন রাত তখন তিন টা।
জেলা সেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন মিঠু তার ফেইসবুক পেইজে এহেন মহৎ কাজের প্রশংসা করে বলেন, হ্যালো বললেই আজকে যে ছাত্রলীগ পৌঁছে যাচ্ছে আপনার ঘরে উপহার হিসেবে খাদ্য সামগ্রী নিয়ে, নিজের ঘাম ঝরাচ্ছেন কৃষকের ধানের ক্ষেতে, নিজের সন্তান, আত্মীয়-স্বজন, পরিবার-পরিজন কেউ যখন আপনার লাশের খাটিয়ার ভার বহন করছেনা, তখনও আপনার ভার বহন করে অন্তিম শয়ানে শায়িত করছে যে ছাত্রলীগ,তাকে মনে থাকবে তো!
ছোটখাটো ব্যক্তি ত্রুটির কারণে সমালোচনার ঝড় বইয়ে দেয়া সেই দল কানা আর টক শো ব্যপারীরা তোমাদের এই কাজের স্বীকৃতি না দিলেও, যাদের জন্য তোমরা জীবনের ঝুঁকি নিয়েছ, নিশ্চয়ই পরপারে তোমাদের কথা বলবে।
CNNEWS24.COM সত্যের সন্ধানে সবার সাথে মিলে মিশে

৫ মন্তব্য
Pingback: check out
Pingback: Go X scooters
Pingback: โปรโมชั่นจาก SUPERSLOTMAX
Pingback: Thai Massage Manhattan
Pingback: try this out